সারা জীবনে চার হাজার ৬শ ৮২ দিন কারাভোগ করেন বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কারাবরণ করেন সেই ছাত্রজীবনে, তখন ব্রিটিশবিরোধী সংগ্রামের দিন।
স্কুলের ছাত্রাবস্থায় ব্রিটিশ আমলে সাতদিন কারাভোগ করেন বঙ্গবন্ধু, বাকি চার হাজার ৬৭৫ দিন তার জেলে কাটে পাকিস্তান আমলে।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইপত্র, প্রবন্ধ এবং নানা নথিপত্র ঘেঁটে তার কারাবাসের দিনগুলো সম্পর্কে জানা গেলেও ঠিক কতদিন তিনি জেলে ছিলেন সে বিষয়ে কোনো নথিতেই সুস্পষ্ট কোনো তথ্য নেই।
তবে বঙ্গবন্ধুর এক সময়ের রাজনৈতিক সচিব, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বঙ্গবন্ধু সারা জীবনে চার হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলার পরিকল্পনা করেছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply