বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন উড়ো খবরে চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। তবে এক সাক্ষাতকারে অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চন জানান, শুটিং স্পটে বিগ বি অসুস্থ হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। যদি এমন কিছু হয়, তাহলে অমিতাভ বচ্চনের কোনও ছদ্মবেশী হয়তো হাসপাতালে ভর্তি বলেও মজা করেন জুনিয়র বচ্চন। অভিষেক বচ্চনের ওই খবর দেওয়ার পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন অমিতাভ বচ্চনের ভক্তরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিকে সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হন অমিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত হওয়ার পর বিগ বি-কে ভর্তি করা হয় হাসপাতালে। অমিতাভ বচ্চনের অসুস্থতার পরই কোভিডে আক্রান্ত হন অভিষেক বচ্চনও। ঐশ্বর্য রাই এবং আরাধ্যার অসুস্থতার খবরও পাওয়া যায় এরপর। ৪ জনকেই এরপর হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply