কক্সবাজার চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট স্থানের লোকজনের কাছ থেকে জানা যায়। শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে চকরিয়া পৌরসভার ১নং হারবাং ইউনিয়নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোনো ধরনের প্রাণহানি হয়নি বলে প্রাথমিকভাবে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে ফ্যাক্সের দোকানে বৈদ্যুতিক শক লেগে আগুনের সূচনা হয়। পরক্ষণেই আগুনের লেলিহানশিখা পার্শ্ববর্তী দোকানগুলেতে ছড়িয়ে পড়ে।
অপরদিকে, চকরিয়ার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা মুঠোফোনে সংবাদ জগত-কে জানান, বাজারের এক চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
আড়াই ঘণ্টা স্থায়ী আগুন দোকানের কসমেটিক্স, ইলেক্ট্রনিকস, মুদিপন্য, আসবাবপত্রসহ ও অন্যান্য জিনিসকে গ্রাস করে নেয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply