সম্প্রতি গবেষণায় প্রকাশিত এই তথ্যে সব থেকে উদ্বেগজনক বিষয় হল, যে সমস্ত কর্মীদের শরীরে করোনা সংক্রমণ রয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগেরই করোনার কোনও উপসর্গ নেই। সমীক্ষায় দেখা গিয়েছে, ৪ জন আক্রান্তের মধ্যে ৩ জনেরই কোনও সিম্পটম নেই।
ম্যাসাচুসেটসের বোস্টনের একটি গ্রসারি স্টোরের মোট ১০৪জন কর্মীর উপর এই গবেষণা করা হয়। গত মে মাসে বোস্টনের কোভিড বিধি মেনে প্রত্যেকের SARS-CoV-2 টেস্ট করা হয়। তার আগে কর্মীদের কাছ থেকে বেশকিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। যেমন তাঁদের লাইফ স্টাইল, আগে কী কী চিকিৎসা হয়েছে, কাজের ধরন, কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে কর্মক্ষেত্রে কী কী সতর্কতা নিয়েছেন। পাশাপাশি তাঁদের শরীরে করোনার কোনও লক্ষণ রয়েছে কি না, গত ১৪ দিনে কোনও SARS-CoV-2 আক্রান্তের সংস্পর্শে এসেছেন কিনা, তাও জানতে চাওয়া হয়।
টেস্ট রিপোর্টে দেখা যায়, পাঁচজন কর্মীর মধ্যে একজন করে অর্থাৎ ১০৪ কর্মীর মধ্যে ২১জন করোনায় আক্রান্ত। এও দেখা যায় আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনই উপসর্গহীন।
সমীক্ষায় দেখা গিয়েছে ৭৬ শতাংশ কর্মীর মধ্যে করোনার কোনও উপসর্গ নেই, মানে তাঁরা জানেন-ই না তাঁরা সংক্রমিত। যাঁরা বিলিং কাউন্টারে থাকেন কিংবা ক্রেতাদের মুখোমুখি হন, তাঁদের মধ্যে আক্রান্তের হার সর্বাধিক ৯১ শতাংশ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply