রবিবার ৭৮ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে স্যামসাং। স্যামসাং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, আমাদের চেয়ারম্যান লি কুন হি আর নেই। ২৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের স্বপ্নদ্রষ্টা। মৃত্যুকালে তার পাশে ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা। তার অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে স্যামসাং পরিবার।
নিঃসঙ্গ জীবন যাপন করতেন লি। ২০১৪ সালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরেই শয্যাশায়ী হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বাইরে খুব কম তথ্য প্রকাশ করা হতো। শেষ দিনগুলো কীভাবে কাটাতেন, তাও রহস্যে ঘেরা ছিল।
স্যামসাংয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘চেয়ারম্যান লি ছিলেন সত্যিকারের দূরদর্শী, যিনি স্থানীয় ব্যবসায় থেকে স্যামসাংকে বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবক এবং শক্তিশালী শিল্প খাতে রূপান্তরিত করেছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply