নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
ক্ষুদে বার্তায় চবি শিক্ষককে হত্যার হুমকি

ক্ষুদে বার্তায় চবি শিক্ষককে হত্যার হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে সাঈদ শাহজাদ নামক একটি আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে । গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৪৩ মিনিটে তাঁর ফেসবুক ইনবক্সে ২ টি অডিও রেকর্ড ও ক্ষুদে বার্তা আসে ওই আইডি থেকে। যেখানে তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে কুশল বরণ চক্রবর্তী দৈনিক সংবাদ জগৎকে বলেন, শুক্রবার আমার ফেসবুক আইডিতে সাঈদ শাহজাদ নামের এক আইডি থেকে মেসেঞ্জার ইনবক্সে ক্ষুদে বার্তা ও পরে ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠায়। ওই ক্ষুদে বার্তা ও অডিওতে ব্রাশফায়ার করে আমাকে হত্যার হুমকি দেওয়া হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমি ওইদিন ‘৭১ টিভির পাশে আছি’ লোগো সম্বলিত প্রোফাইল পিকচার আপলোড দিয়েছিলাম।

“অডিও বার্তায় সে আমাকে জানায়, তাদের ১০ হাজার সেনা প্রস্তুত আছে। বার্তায় সে পাঁচবার ব্রাশফায়ার করার হুমকি দিয়েছে।”

তিনি বলেন, আমি চাই এটা তদন্ত করে দোষীকে বের করা হোক। নইলে এটা আমার এবং আমাদের দেশের জন্য বড় হুমকি হতে পারে। বিষয়টি পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া এ প্রতিবেদককে জানান, সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে ফেসবুক ইনবক্সে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি এবং এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com