বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আরিফের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শাখাহার ইউপির আসাদ মোড় নামক স্হান হতে ভ্যান যোগে ফেনসিডিল নিয়ে বগুড়া অভিমুখে যাবার পথে আসামি ১। আলমগীর হোসেন আলম (২৭) পিতা ফজলার রহমাম সাং- পিয়ারা,সালুগগাড়ী ও আসামি ২। আবু সুফিয়ান (৫৭) পিতাঃ মৃত কদর উদ্দিন সাং পিয়ারা, নতুনপাড়া উভয় থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট দ্বয়কে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
আসামি দ্বয় টাকার বিনিময়ে হিলি সিমান্ত এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে তা বগুড়ায় পৌঁছে দিয়ে আসে।উদ্ধার কৃর্ত ফেনসিডিলের মূল্য ১৫ হাজার টাকা। আসামি দ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply